বগুড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়ালো
স্টাফ রিপোর্টার: বগুড়ায় করোনা সংক্রমণের ৬৫ দিনে নতুন করে ৪২ জন পজিটিভ হওয়ার মধ্য দিয়ে ওই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়ালো। বৃহস্পতিবার রাতে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ১ এপ্রিল থেকে ৪ জুন পর্যন্ত জেলায় মোট ৫১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে পরিসংখ্যান বলছে, ইতিপূর্বে জেলায় ৪১ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যে করোনায় আক্রান্তের হার বেশি লক্ষ্য করা গেলেও এখন সংক্রমণের মাত্রা ১৮ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যেই অধিক।
নতুন করে আক্রান্ত ৪২ জনের মধ্যে ২৯জন পুরুষ, ৭জন মহিলা এবং ১৮ বছরের নিচে অর্থাৎ শিশু রয়েছে আরও ৬জন। তিনি জানান, বৃহস্পতিবার বগুড়ায় মোট ২০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৩টি নমুনার মধ্যে ২৭জনের পজিটিভ আসে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৪২টি নমুনার মধ্যে আরও ১৫টি পজিটিভ আসে।