বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪২
স্টাফ রিপোর্টার: বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে শনাক্তের সংখ্যা ২৭জন। আর টিএমএসএস মেডিকেল কলেজের ল্যাবে শনাক্তের সংখ্যা ১৫ জন।
আক্রান্তের মধ্যে পুরুষের সংখ্যা ২৯ জন, নারী ৭ এবং শিশুর সংখ্যা ৬ জন। এ ছাড়া বৃহস্পতিবার বগুড়ায় ১২ টি উপজেলার মোট ৪৮ জন ব্যক্তি করোনা রোগ থেকে সুস্থ হয়েছেন।
জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহীন ৪ জুন রাত আটটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১২ উপজেলার ৪৮ জন করোনায় সুস্থ হয়েছেন। এর মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালের সুস্থ ব্যক্তি রয়েছেন ২৮ জন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারের আক্রান্ত ব্যক্তি নিয়ে বগুড়ায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৭ জনে। আর সুস্থ হয়েছেন মোট ৬৩ জন। এ হিসাবে এখন পর্যন্ত আক্রান্ত রয়েছেন ৪৫৪ জন।
এদিকে জেলায় এখন দুটি ল্যাবে করোনার টেস্ট করা হচ্ছে। বৃহস্পতিবার শজিমেকে দুই ধাপে নমুনা টেস্ট করা হয় ১৮৮টি। বগুড়ার নমুনার সংখ্যা ১৬৩টি। করোনা শনাক্ত হয় ২৭ জনের। আর টিএমএসএসে ৪২টি নমুনা টেস্টের মধ্যে শনাক্ত হয় ১৫ জনের। আক্রান্তের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ২৮ জন। এ ছাড়া শেরপুরে ৮ জন, গাবতলী ২, ধুনট ২, শাজাহানপুরে ১ এবং কাহালু ১ জন।
ডা. মোস্তাফিজুর রহমান জানান, মাটিডালী এক পরিবারের চার জন আক্রান্তের তথ্য আমাদের আরও সাবধান হওয়ার ইঙ্গিত দেয়। জেলায় করোনা সামাজিক পর্যায়ে ছড়িয়ে গেছে। এ জন্য আমাদের সবাইকে সামাজিক দূরত্ব মানতে হবে। প্রতিদিন দশ বারো বার করে হাত ধুতে হবে।