সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সফল অস্ত্রোপচার
আজকের শেরপুর ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় তার মাইল্ড স্ট্রোক হয়। এরপরই চিকিৎসকরা তাকে জরুরী অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এখন তাকে অচেতন অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা তাকে এই অবস্থায় রাখা হবে।
বাংলদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া জানান গত সোমবার দুপুর ১২টায় করোনার উপসর্গ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কেবিনে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যায় রিপোর্ট পজেটিভ আসে। রাতে তাকে হাসপাতালের কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ নাসিমের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। তিনি চিকিৎসক এবং মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল জয়ের সঙ্গে এ বিষয়ে ফোনে কথা বলেছেন তিনি। এদিকে, বাবার রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল জয়।