স্থানীয় খবর
নন্দীগ্রামে সপ্তম শ্রেণীর ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার নন্দীগ্রামে সপ্তম শ্রেণীর ছাত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে উপজেলরা ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাটে।
জানা গেছে, উপজেলার বিষা গ্রামের মনসুর হোসেনের মেয়ে মুন্নি খাতুন (১৪) কুন্দারহাট ইনছান আলী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে লেখপড়া করতো। গত ১০ অক্টোবর সকালে মুন্নি কুন্দারহাটে প্রাইভেট শিক উজ্জল কুমারের কাছে প্রাইভেট পড়তে আসে। এরপর সে ওই ছাত্রীকে নিয়ে অজানা ঠিকানায় পাড়ি জমায়। শিক উজ্জল কুমার (২৭) বুড়ইল ইউনিয়নের দাসগ্রামের আশুতোষ চন্দ্র সরকারের ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ বিষয়ে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ করে। নন্দীগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আনিছুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে।