.শেরপুরে করোনায় আরও ২ জন আক্রান্ত, মোট ৪০
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে শুক্রবার আরো দুই জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০ জনে।
শুক্রবার (৫ জুন) রাত ৮টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা.মোস্তাফিজার রহমান তুহিন ফেসবুক লাইভে এসব তথ্য জানান।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র আজকের শেরপুর কে জানান, আক্রান্ত দুই জনের মধ্যে একজনের বয়স ৬০ বছর। তিনি ঢাকা ফেরত। বাড়ি গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামে। তার পরিবারের ৪ জনের নমুনা দেয়া হলেও তিনিই শুধুমাত্র করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আরেকজনের বাড়ি শেরপুর শহরের স্যানালপাড়ায়। তার বয়স ৫৫ বছর। তিনি রায়গঞ্জের একটি সরকারী কলেজে দায়িত্বশীল পদে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৮ মে শেরপুরে প্রথম ২৭ বছর বয়সী এক যুবক করোনায় আক্রান্ত হন। এরপর থেকেই ক্রমেই সংক্রমিত হতে থাকে করোনা ভাইরাস। বৃহস্পতিবার শেরপুর টাউনফাঁড়ির টিএসআইসহ ৮জনের দেহে করেনা শনাক্ত হয়েছে। এর আগে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক সহ বেশ কয়েকজন শনাক্ত হয়েছেন। তবে আক্রান্তদের সবাই বাড়িতে হোম আইসোলেশনে আছে এবং সুস্থ আছে বলে জানা গেছে।