স্থানীয় খবর
ধুনটে বিদ্যুৎস্পর্শে স্কুল ছাত্রের মৃত্যু
ধুনট(বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পর্শে আবু হাসান (১৫) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আবু হাসান উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং গোসাইবাড়ি এএ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। শুক্রবার সকাল ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্কুলছাত্র আবু হাসান তার বাড়িতে ঘরের ভেতর টেলিভিশনের বিদ্যুৎ সংযোগ মেরামত করতে থাকেন। এ সময় অসাবধাণতাবসত বিদ্যুৎস্পর্শে আবু হাসান অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আবু হাসানকে মৃত ঘোষনা করেন।