বগুড়ায় করোনায় আরও দুজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার: বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। শনিবার বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে তাদের মৃত্যু হয়। তারা হলেন, এ.জে.এম ইদ্রিস আলী (৬৭)। তার বাড়ি বগুড়া শহরের রিয়াজ কাজী লেনে। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার তরিকুল ইসলামের শ্বশুর এবং ডাক্তার ইলবিয়া জিসার বাবা। ইদ্রিস দুপচাঁচিয়ার সাবেক পরিসংখ্যান কর্মকর্তা। আরকেজন হলেন বগুড়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আশরাফুল ইসলাম (৫৬)। তিনি সদরের ধাওয়াপাড়ার বাসিন্দা।
মোহাম্মদ আলী হাসপাতাল বগুড়ার করোনা রোগীদের চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই হাসপাতালের আবাসিক চিকিৎস শফিক আমিন কাজল বলেন, ইদ্রিস শনিবার ভোর ৫টার দিকে মারা যান। আর আশরাফুল ইসলাম শনিবার সকাল ১০ টার দিকে মারা গেছে। তারা দুজনেই কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেলেন।