শেরপুরে শেখ ফরিদ বাবু সহ সুস্থ হলেন করোনা আক্রান্ত ৪ রোগী
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত চারজন রোগী সুস্থ হয়ে উঠেছেন। রোববার (৭ জুন) তাদের প্রত্যেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দেয়া হবে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সুস্থরা হলেন-শেরপুর হাসপাতাল রোডের ঔষধ ব্যবসায়ী রাশেদুল সরকার (৩৮), ক্লিনিক পরিচালক ও মুক্তিযোদ্ধার সন্তান শেখ ফরিদ বাবু (৩৫), উপজেলার খামারকান্দি ইউনিয়নের মাগুড়ারতাইড় গ্রামের মোশাররফ হোসেন (৩৮) ও সীমাবাড়ী ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের শামসুল হক (৪৬)।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর করোনা ফোকাল পারসন ডা. আবু হাসান জানান, ওই চারজন গত ১৯ ও ২০মে করোনা পজেটিভ শনাক্ত হন। এরপর থেকে তারা নিজ নিজ বাড়িতেই উপসর্গবিহীন হোম আইসোলশনে ছিলেন। এরপর তাদের আবারও নমুনা পরীক্ষায় গত শনিবার নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। তাই ওই চারজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হচ্ছে।
উল্লেখ্য, শেরপুরে গত ১৮ মে ২৭ বছর বয়সী এক যুবক প্রথম করোনা শনাক্ত হন। তিনিও বর্তমানে সুস্থ। এ নিয়ে উপজেলায় ৪২ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। সবাই বর্তমানে বাড়িতে আছেন।