নন্দীগ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় কলেজ ছাত্রের জেল
নন্দীগ্রাম(বগুড়া) সংবাদদাতা: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার মামলায় আল আমিন (২০) নামের কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আল আমিন পৌর এলাকার ফোকপাল গ্রামের হবিবর রহমানের ছেলে। রোববার তাকে আদালতে হাজির করা হলে অভিযুক্ত কলেজ ছাত্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার সকাল ১০ টার দিকে পৌর শহরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনের রাস্তা দিয়ে দশম শ্রেণির স্কুলছাত্রী ফুফুর বাড়িতে যাচ্ছিল। এ সময় আল আমিন ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে এবং কুপ্রস্তাব দেয়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মোহাম্মদ শওকত কবির বলেন, ছাত্রীর বাবা বাদী হয়ে কলেজ ছাত্রের বিরুদ্ধে মামলা করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।