বগুড়ায় ফেন্সিডিল সহ ৩ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার: বগুড়ায় পৃথক অভিযানে শতাধিক বোতল ফেন্সিডিল সহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)। শনিবার দিবাগত রাতে সদরের চারমাথা ও বৃন্দাবন পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ওই তিন ব্যক্তি হলো- জয়পুরহাটের পাঁচবিবি থানার সোনাপুরের আক্তারুল হোসেনের ছেলে শাহাদাত হোসেন (২৫), নওগাঁর পতœীতলার কাশীপুরের মৃত হুরমত আলী মন্ডলের ছেলে আব্দুল জলিল(২৫) এবং সদরের ফুলবাড়ি উত্তরপাড়ার মৃত শামসুল আলমের ছেলে নাজমে আলম(৩২)।
ডিবির ওসি আছলাম আলী জানান, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার নির্দেশে শনিবার দিবাগত রাতে ডিবি পুলিশ সদরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেন্সিডিলসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করে। এর মধ্যে চারমাথা থেকে ১০০ এবং বৃন্দাবন পাড়া থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।