স্থানীয় খবর
শেরপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটারঃ বগুড়ার শেরপুরে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের ক্ষুদ্রঋণ কর্মসূচী বাস্তবায়নে সংশ্লিষ্ট জনবল ও সুফলভোগিদের ৩ দিন ব্যাপী দক্ষতা উপন্নয়ন প্রশিক্ষন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪সেপ্টেম্বর) দুপরে ১ টায় উপজেলার সমাজসেবা অফিস কার্যালয়ে সমাজসেবা অফিসার ওবাইদল হক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-উর-রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমির হামজা, উপজেলা ভেটেরিনারি সার্জন পিএএ ডাঃ মোঃ রায়হান, খামারকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব প্রমুখ। এ সময় ৩০ জনকে প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষন শেষে দৈনিক ভাতা দুপুরের খাবার ও সনদ প্রদান করা হয়।