দেশের খবর
করোনায় মারা গেলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক
শেরপুর ডেস্ক: করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে পান্থপথের স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ফখরুল কবির।
সোমবার (০৮ জুন) রাত আড়াইটার সময় তিনি মারা যান বলে নিশ্চত করেছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জনসংযোগ বিভাগের উপ পরিচালক মাহমুদা বেগম।
মাহমুদা বেগম জানান, ফখরুল কবির কয়েকদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ মধ্যরাত আড়াইটার সময়ে তার মৃত্যু হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক (প্রশাসন) নার্গিস আক্তার বলেন, ফখরুল কবির ঈদের পর দিন (২৬মে) কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হন। এর পর তার অবস্থার অবনতি হলে পান্থপথের স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এর আগে তিনি ঢাকা মেডিকেলের আইসিইউতে ছিলেন তিনি।