বগুড়ায় পৃথক অভিযানে মাদক সহ গ্রেপ্তার দুই
ষ্টাফ রির্পোটার: বগুড়ায় পৃথক মাদক বিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত একজনের নাম মো. সাহিদ হোসেন ওরফে গিট্টু (৩০)। তিনি সদরের নামাজগড় ডালপট্টি এলাকার মো. নুর আলমের ছেলে। অপরজনের নাম মো. আব্দুল মান্নান (৫০)। তিনি জেলার দুপচাঁচিয়া উপজেলার জয়পুর দক্ষিণ পাড়া এলাকার আব্দুল খানের ছেলে ।
মঙ্গলবার দুপুরে বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী এ কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার রাত সাড়ে আটটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা ডিবি সূত্র জানায়, সাহিদকে ২০০ পিছ ইয়াবা সহ নামাজগড় মোড় থেকে গ্রেপ্তার করা হয়। তার নামে সদর থানায় আরও ৬-৭টি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
আর আব্দুল মান্নানকে দুপচাঁচিয়ায় তার বাড়ি থেকে ডিবি টিম গ্রেপ্তার করে। এ সময় তার কাছে থেকে ১০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। মান্নানের বিরুদ্ধেও দুপচাঁচিয়া থানার ১০-১১ টি মাদক মামলা রয়েছে।