সুপার টাইফুনে লন্ডভন্ড জাপান
শেরপুর ডেস্ক: সুপার টাইফুন হাগিবিসের আঘাতে জাপানের রাজধানী টোকিও ও পার্শ্ববর্তী উত্তরপূর্ব অঞ্চল লন্ডভন্ড হয়ে গেছে। জাপানের প্রধান দ্বীপ হনশুতে আঘাত হানা প্রবল এ টাইফুনে অন্তত ২৬ জনের মৃত্যু খবর দিয়েছে রয়টার্স। এছাড়াও প্রায় ১৬ জন নিখোঁজ রয়েছেন। ঝড়ে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।
একে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন বলে রোববার জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। টাইফুনের তান্ডবে সৃষ্ট বন্যা থেকে মানুষদের উদ্ধারে সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। জাপানের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ টাইফুন হাগিবিস প্রচুর মেঘ বয়ে নিয়ে উপকূলে উঠে আসায় ভারি বৃষ্টিপাতে তিগ্রন্তএলাকায় এখন বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা রোববার সকালে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আপাতত বৃষ্টিপাতের সর্বোচ্চ সতর্কতা লেবেল-৫ প্রত্যাহার করে নিচ্ছি। তবে টোকিও, গুন্মা, সায়তামা, কানাগাওয়া, ইয়ামানাশি, নাগানো, শিজুওয়াকা, নিগাতা ও ফুকুশিমা অঞ্চলের বন্যা সতর্কতা জারি করা হয়েছে। ভূমিধস ও বন্যায় ব্যাপক য়তি হতে পারে।’ ঝড় ও বন্যার সঙ্গে লড়াইরত মানুষদের উদ্ধারে প্রায় ২৭ হাজার সেনা, পুলিশ, কোস্টগার্ড এবং ফায়ার ফাইটারসহ অন্যান্য উদ্ধারকর্মীদের তিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে। হাগিবিসের প্রভাবে ইতোমধ্যে জাপানের ৮ শতাধিক ফাইট বাতিল এবং দ্রæতগামী বুলেট ট্রেন সহ প্রায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।
প্রধানমন্ত্রী শিনজো আবে সাংবাদিকদের বলেন, ‘এটা একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। ইতোমধ্যে কয়েক হাজার এসডিএফ সেনা উদ্ধার তৎপরতা শুরু করে দিয়েছে। আমরা জনগণকে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছি। টাইফুনের ব্যাপকতা কমে এলেও আমরা এখন বন্যার কবলে পড়েছি। সবাইকে সতর্কভাবে চলার অনুরোধ করছি।’