আদমদীঘিতে সোনালী ব্যাংক ও হিসাব রক্ষন অফিস বন্ধ ঘোষণা
আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সোনালী ব্যাংক কর্মকর্তা ও হিসাব রক্ষন অফিসের অডিটর করোনায় আক্রান্ত হয়েছে। গত সোমবার রাতে তাদের নমুনা রিপোর্ট পজেটিভ আসায় ওই দুই অফিস বন্ধ ঘোষনা করেছেন প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেন আদমদীঘি উপজেলা স্বাস্ত্য ও পঃপঃ কর্মকর্তা ডা: শহীদুল্লাহ দেওয়ান।
তিনি জানান, আদমদীঘির সান্তাহার সোনালী ব্যাংক কর্মকর্তা আহসান হাবিব (৩৫) ও আদমদীঘি হিসাব রক্ষন অফিসের অডিটর আব্দুল মজিদ(৫০) গত রোববার তাদের শরীরে করোনাভাইরাস রয়েছে কিনা তা পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও টিএমএসএস হাসপাতালে নমুনা দেন তারা। পরদিন গত সোমবার সন্ধ্যায় রিপোর্টে তাদের শরীরে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে অত্র উপজেলায় ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হলেও শুধু হিসাব রক্ষন অফিসের অডিটরের উপসর্গ বিদ্যমান। নতুন আক্রান্ত ওই দুইজনকে বাসায় আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে। অপর শনাক্তকারিরা বর্তমানে সুস্থ্য রয়েছে। এদিকে করোনাভাইরাস শনাক্তকারি সান্তাহার সোনালী ব্যাংক ও আদমদীঘি হিসাব রক্ষন অফিস বন্ধ ঘোষনা করা হয়েছে বলে ডা: শহীদুল্লাহ দেওয়ান জানান।