শেরপুরে মাস্ক না পরায় ৭ জনকে জরিমানা
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে করোনা পরিস্থিতিতে মাস্ক না পরায় ও সরকারী বিধিনিষেধ অমান্য করায় ৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৯ জুন) বিকাল বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭.৩০ টা পর্যন্ত উপজেলার গাড়ীদহ বাজার, মহিপুর বাজার, মহিপুর কলোনী,বাগড়া বাজার, টুনিপাড়া, গোসাইবাড়ি বটতলা, বনমরিচা বাসস্ট্যান্ড, ধুনট মোড়, রণবীরবালা, শুবলী, দুবলাগাড়ি, শুভগাছা বাজার, সাধুবাড়ী,খন্দকারটোলা, হাসপাতাল রোড়, শেরুয়া বটতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী সেখ।
তিনি জানান, এর আগে কয়েকবার গণবিজ্ঞপ্তি জারি করে বাইরে চলাচলের ক্ষেত্রে মাস্ক ব্যবহারের অনুরোধ জানানো হয়। এ নিয়ে উপজেলায় মাইকিংও করা হয়েছে। তারপরও যারা উক্ত নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়েছেন তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ২৫ এর ১ (খ) ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৬০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে সহকারী কমিশনার ( ভূমি) জামশেদ আলম রানা একই সময় উপজেলার ধুনট মোড়, রণবীরবালা, শুবলী, দুবলাগাড়ি, শুভগাছা বাজার, সাধুবাড়ী,খন্দকারটোলা, হাসপাতাল রোড়, শেরুয়া বটতলা আভিযান চালিয়ে সামাজিক দূরত্ব না মানায় ও মাস্ক না পরায় ২ জনকে ৬০০ টাকা জরিমানা করেন। মঙ্গলবার উপজেলা প্রশাসন ৭ জনকে মোট জরিমানা ২ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন। অভিযানসমূহে শেরপুর থানা পুলিশ সহযোগিতা করেন।