বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন ৭ ডিসেম্বর
স্টাফ রিপোর্টার: আগামী ৭ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন ঘোষণা করা হয়েছে। রোববার রাজশাহীতে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ওই ঘোষণা দেন বলে নিশ্চিত করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাশরাফি হিরো।
বগুড়ায় আওয়ামী লীগের জেলা কমিটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ১০ ডিসেম্বর। সম্মেলনে প্রয়াত মমতাজ উদ্দিন সভাপতি এবং মজিবর রহমান মজনু সাধারণ সম্পাদক পদে পুননির্বাচিত হন। সম্মেলনে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হন যথাক্রমে রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা এবং মঞ্জুরুল আলম মোহন । ওই সম্মেলনের প্রায় ২২ মাস পর ২০১৬ সালের ১৭ অক্টোবর ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
সম্মেলনের তারিখ ঘোষণার পরেই প্রিয় নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণাও করতে দেখা গেছে বিভিন্ন কর্মীদের।
বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনার শীর্ষে রয়েছে তারা হলেন- ডাঃ মকবুল হোসেন, মজিবর রহমান মজনু রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন এবং সুলতান মাহমুদ খান রনি।