শেরপুরে ৬ মন পিরানহা মাছ জব্দ করে এতিমখানা ও উপস্থিত গরীব লোকজনের মাঝে বিতরন
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন স্থানে ১০ বুধবার বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭.৩০ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ। এসময় তিনি সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৩ জনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
অন্যদিকে বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭.৩০ টা পর্যন্ত উপজেলার খানপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম রানা। উক্ত অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ সরকার ও গ্রামপুলিশ সহযোগিতা করেন। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এর ৩ ধারা অনুযায়ী পিরানহা মাছ চাষ নিষিদ্ধ হওয়ায় খানপুর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী পুকুরে পিরানহা মাছ চাষ করার অপরাধে উপজেলার কাশিয়াবালা গ্রামের নিখিল চন্দ্রেরছেলে গৌতম চন্দ্রকে ১০০০ টাকা জরিমানা করা হয় এবং পুকুরে জাল ফেলে আনুমানিক ৬ মন পিরানহা মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ ৫ টি এতিমখানা ও উপস্থিত গরীব লোকজনের মাঝে বিতরন করা হয়।