শেরপুরে ফসলী জমিরক্ষায় ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার আভিযোগ
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার খন্দকারটোলা, হামছায়াপুর, নওদাপাড়া, ফুলতলা গ্রামের ফসলী জমিরক্ষায় ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার আভিযোগ উঠেছে।
উপজেলাচেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ সুত্রে জানাযায় উপজেলার খন্দকারটোলা, হামছায়াপুর, নওদাপাড়া, ফুলতলা গ্রামের ফসলী জমির পানি নিস্কাশনের ব্যবস্থা প্রায় ৩ বছর আগে বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৬০/৭০ বিঘা জমির ফসল বিনষ্ট হচ্ছে। ভুক্তভুগি কৃষকগন নিজস্ব অর্থায়নে ড্রেন নির্মানের উদ্যোগে গ্রহন করে। সংশ্লিষ্ট জমির মালিকদের অনুমতি সাপেক্ষে ড্রেন নির্মান কাজ শুরু করে এবং ৭৫% কাজ হওয়ার পর পার্শ্ববর্তী পরিত্যাক্ত জমির মালিক খন্দকারটোলা গ্রামের মোখলেছুর রহমান (মক্কা) ড্রেন নির্মান কাজে বাধা প্রদান করে। ভুক্তভুগি আলহাজ্ব রফিকুল ইসলাম , সামাদ ড্রাইভার জানান প্রায় ৬০/৭০ বিঘা ফসলী জমিরক্ষায় ড্রেন নির্মান করা এখন এলাকার সব মানুষের দাবী, পানি নিস্কাশনের জন্যড্রেনটি নির্মান করতে না পারলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এ ব্যাপারে মোখলেছুর রহমান (মক্কা)এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন তার ৬ শতক জমি অন্যায়ভাবে কতিপয়লোক বেদখল করে রেখেছে। সঠিকভাবে জরিপ করে ড্রেন নির্মান করলে আমার কোন আপত্তি নাই।