বিনোদন
হবু বরকে নিয়ে প্রকাশ্যে এল নুসরাত ফারিয়া
শেরপুর ডেস্ক: বছরখানেক ধরে গুঞ্জন ফিসফাস, নুসরাত ফারিয়া বিয়ে করেছেন! অবশেষ ফারিয়া নিজেই জানালেন, আপাতত হয়েছে আংটি-বদল, শিগগিরই বিয়ে। সাত বছরের সম্পর্কের সূত্র ধরে এবার বিয়ে করতে যাচ্ছেন।
বুধবার (১০ জুন) নিজের ফেইসবুক পেজে একটি ছবি শেয়ার করে প্রকাশ্য করলেন প্রেমিক থেকে বর হতে যাওয়া রনি রিয়াদ রশিদকে। ক্যাপশনের সবার দোয়া চান তিনি।
একটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রনির সঙ্গে ২১ মার্চ ঘরোয়া আয়োজনে বাগদান হয় ঢাকা-কলকাতার নায়িকা নুসরাত ফারিয়ার। আড়াই মাস পর সেই খবর মিডিয়ায় চাউর করেন তিনি।