স্থানীয় খবর
ধুনটে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট বাজারের চারমাথা থেকে হাসপাতাল হয়ে থানা পর্যন্ত ১হাজার ৭৮২ মিটার রাস্তা প্রায় ৬৭ লাখ টাকা ব্যয়ে কার্পেটিং কাজ শুরু হয়েছে। বুধবার সকাল ১০ টায় থানা ভবনের সামনে নির্মাণকাজের উদ্বোধন করেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্। এসময় ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম, পৌর কাউন্সিলর শাজাহান আলী, সোলায়মান আলী, আলী আজগর মান্নান, রঞ্জু মল্লিক, বাবুল আখতার, পৌরসভার সহকারী প্রকৌশলী আবু হাসান ভুঁইয়া, উপ সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মাহমুদুল ইসলাম ও ঠিকাদার বদরুল হাসান আগা উপস্থিত ছিলেন।