শিবগঞ্জে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বড় ভাইয়ের মৃত্যু
শিবগঞ্জ(বগুড়া) সংবাদদাতা: বগুড়ার শিবগঞ্জে দুই সহোদর নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের করতোয়া নদীতে ওই ঘটনা ঘটে। নিহত রাহুল (১৬) ওই ইউনিয়নের অনন্তবালা গ্রামের রাজু মিয়ার ছেলে। এই ঘটনায় নিহতের ছোট ভাই রোহান (১৩) সুস্থ আছে বলে জানায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই দুই ভাই নদীতে মাছ ধরতে নামে। একপর্যায়ে তারা পানির নিচে তলিয়ে যায়। তখন স্থানীয় লোকজন তাদের দেখতে না পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসে ফোন দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে রাহুল ও রোহান নামে ওই দুই ভাইকে উদ্ধার করে বগুড়ার টিমএসএস মেডিকেলে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক বড় ভাই রাহুলকে মৃত বলে ঘোষণা করে এবং ছোট ভাই রোহান সুস্থ আছে বলে জানায় তারা।
শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুর রউফ জানান, ত্রিপল নাইনে খবর পেয়ে সঙ্গে- সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এরপর বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা আলাদা জায়গা থেকে ওই দুই ভাইকে উদ্ধার করে।