আদমদীঘির অপহৃত স্কুল ছাত্রী ৪দিন পর উদ্ধার,আটক ১
আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি:বগুড়ার আদমদীঘির কৈকুড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির অপহৃত ছাত্রী (১৪) কে ৪দিন পর গত বুধবার সন্ধ্যায় পুলিশ উপজেলার ছাতিয়ানগ্রাম হাটখোলা এলাকা থেকে উদ্ধার ও জনি (১৯) নামের একজনকে আটক করেছে। আটক জনি আদমদীঘির কৈকুড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে।
অপহৃতার বাবা জানায়, তার মেয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করার সময় জনি নামের ওই ছেলে বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত, প্রেম নিবেদন করে আসছিল। ঘটনাটি জনির পরিবারকে জানানোর পর সে ক্ষিপ্ত হয়। গত ৬ জুন রাত ৮টায় ওই ছাত্রী বাড়ির পাশে দোকানে যাবার সময় জনিসহ তার লোকজন তাকে সিএনজি যোগে অপহরণ করে। এ ঘটনায় আদমদীঘি থানায় অপহরণ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ গত বুধবার সন্ধ্যায় ছাতিয়ানগ্রাম হাটখোলা এলাকায় জনির মামার বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার ও জনিকে আটক করে থানায় নিয়ে আসেন। আদমদীঘি থানার অভিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন এ ঘটনায় মামলা রুজুর প্রস্ততি চলছে।