শেরপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমানের জন্মদিন পালন
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনের জন্মদিন পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১জুন) বিকেলে স্থানীয় উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। শহরের কলেজরোডস্থ একটি সভাকক্ষে সংগঠনের কেন্দ্রীয় সভাপতির জন্মদিনের কেক কাটেন নেতাকর্মীরা। এসময় তাঁর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শ্লোগান দেয়া হয়। এই কর্মসূচিতে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম স¤্রাট, শফিউল আলম সবুজ, রায়হান হোসেন, রাফি আল আমিন, সাদ্দাম হোসেন, সাগর আহম্মেদ, জাকারিয়া সরকার জীবন, হাবিবুর রহমান হাবিব, হান্নান সরকার, আসাদুজ্জামান তিতাস, নাহীদ হাসান, পাপ্পু মিয়া, নিশাদ, আরিফ, শফিকুল ইসলাম, রিফাত হাসিব, রনিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনের জন্মদিনের এই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামিদিনে দলের ঘোষিত সব কর্মসূচি বাস্তবায়নের শপথ নেন নেতাকর্মীরা।