শাজাহানপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: তামাক কোম্পানির কুটকৌশল রুখে দাও, তামাক ও নিকোটিন থেকে তরুণদের বাঁচাও- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃৃৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা পারভীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি সুলতান আহমদ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, শাহাজানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোতারব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুর, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস প্রতিরোধে এবারে কোনো শোভাযাত্রার আয়োজন করা হয়নি।