বিনোদন
পুরুষ হয়ে গেলেন শ্রাবন্তী!
শেরপুর ডেস্ক: ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে নিজেদের চেহারা পালটে ফেলার ধারা বেশ জনপ্রিয়। সোশাল সাইটে অনেকেই এই মজায় মেতে থাকেন। সাধারণ মানুষদের মতো তারকারাও এসব অ্যাপ ব্যবহারে বেশ আগ্রহী।
এসবের মাধ্যমে কখনো ফেস অ্যাপ ব্যবহার করে নিজেকে ২০ বছর এগিয়ে নিয়ে যাওয়া হয়, আবার কখনো নিজের মৃত্যুর কারণ কী, তা জিজ্ঞেস করা হয় ওই ধরনের অ্যাপের সাহায্যে। এবার সেই অ্যাপের সাহায্য নিয়ে বেশ মজা করেই ছবি শেয়ার করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
যেখানে তিনি এক নতুন ধরনের অ্যাপের সাহায্যে নিজের চেহারা পাল্টে ফেলেছেন। সেই ছবি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।