শিবগঞ্জে প্রেমিককে বেধে রেখে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ
শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে প্রেমিককে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে প্রেমিকাকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় শিকার ওই মেয়ে বাদি হয়ে বৃহস্পতিবার রাতে তিন জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
মামলার আসামীরা হলেন, বিহার পূর্ব পাড়া গ্রামের রায়হান আলীর ছেলে সজিব আলী, বিহার বাগিচা পাড়া গ্রামের মুতল্লি হোসেনের ছেলে শিমুল হোসেন ও বিহার পূর্ব পাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে নিশাদ প্রামানিক।
মামলা সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের বিহার উত্তরপাড়া গ্রামের অষ্টাদশী মেয়ে ভালবেসে ফেলে একই গ্রামের শাহজাহান আলীর ছেলে ইউসুফ (১৯) আলীকে। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চললেও তাঁরা ভয়ে কেউই অভিভাবকদেরকে সর্ম্পকের কথা বলতে পারেনি। এর মধ্যেই তাঁরা পালিয়ে গিয়ে ঘর বাধার সিদ্ধান্ত নেন। এর প্রেক্ষিতে উভয়ের সম্মতিতে গত ১০ জুন (বুধবার) গভীর রাতে তাঁরা দুইজনই পাশের গ্রাম পনেরটিকা গ্রামে প্রেমিক ইউসুফ আলীর খালার বাড়ি উদ্দেশে পায়ে হেঁটে রওনা হন। তাঁরা পনেরটিকা গ্রামে যাওয়ার সময় বিহার-ফাঁসিতলা সড়কের মাদারতলা সেতুর কাছে পৌঁছিলে তিন যুবক অস্ত্রের মুখে তাদের পথরোধ করে প্রেমিক ইউসুফ আলীকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলেন। এরপর প্রেমিকাকে রাস্তার পাশে একটি নার্সারির ভিতরে নিয়ে গিয়ে শিমুল হোসেন একাই ধর্ষণ করে পালিয়ে যায়।
শিবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ওই মেয়ে বাদি হয়ে তিন যুবকের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।