সান্তাহারে অটোচার্জার চালকের মরদেহ উদ্ধার
আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার স্টেশন সড়কে দেলোয়ার হোসেন কাজি (৩০) নামের এক ব্যাটারী চালিত অটোচার্জার (টমটম) চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে স্টেশন সড়কের মর্ডান হোমিও ফার্মেসীর বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করে। সে নওগাঁ সদরের ভবানীপুর গ্রামের সেকেন্দার কাজির ছেলে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই অটোচার্জার চালক দেলোয়ার হোসেন কিছুদিন যাবত সান্তাহার-তিলকপুর সড়কে ব্যাটারী চালিত অটোচার্জার (টমটম) চালাতো। গত শুক্রবার বিকেলে সে একটি সিএনজি যোগে সান্তাহারে আসেন। এরপর স্টেশন সড়ক দিয়ে পায়ে হেটে যাবার সময় অসুস্থ বোধ করায় পাশের মর্ডান হোমিও ফার্মেসীর বারান্দায় বসে পরেন। এসময় আকষ্মিক ভাবে তার কোমরের নীচের রগ ফেটে অতিরিক্ত রক্ষক্ষরণ হতে থাকলে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয় অপর অটোচার্জার চালকরা জানায়, সে শরীরের নেশা জাতীয় ইনজেকশন করতো। সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান জানান, নিহত দেলোয়ার হোসেনের নিকট একটি ব্যাগে নেশার বেশ কিছু এ্যাম্পল (ইনজেকশন), অটোচার্জারের কাগজ ও চাবি পাওয়া যায়। ধারনা করা হচ্ছে নেশার এ্যাম্পুল নিজেই শরীরের পুশ করায় রগ ফেটে রক্তক্ষরন হয়ে মারা যায় সে। রাতেই নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।