দেশের খবর
করোনায় আরো ৩২ মৃত্যু নতুন আক্রান্ত ৩১৪১
শেরপুর ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই প্রাণঘাতী ভাইরাসে মৃত্যু হলো ১,১৭১ জনের। মোট শনাক্ত হলেন ৮৭ হাজার ৫২০ জন ব্যক্তি।
রোববার (১৪ জুন) দুপুর আড়াইটায় রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইন বুলেটিন যুক্ত হয়ে এ তথ্য জানান।
এ সময় তিনি জানান, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪৬৯০টি। আর পরীক্ষা করা হয়েছে ১৪,৫০৫টি নমুনা। এরমধ্যে ৩,১৪১ জন করোনায় শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১.৬৫ শতাংশ। এছাড়া, গত ২৪ ঘন্টায় আরও ৯০৩ জনসহ এ পর্যন্ত এই রোগ থেকে সুস্থ হয়েছেন মোট ১৮ হাজার ৭৩০ জন।