বাসদ বগুড়া জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ
বাসদ (মার্কসবাদী) বগুড়া জেলা শাখার উদ্যোগে ১৩ অক্টোবর ২০১৯ বেলা ১২টায় ভারতের সাথে বাংলাদেশ সরকারের সম্পাদিত অসম চুক্তি বাতিল করা ও ছাত্র লীগের সন্ত্রাসীদের হাতে নিহত বুযেটের ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারের দাবীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কমেরড আব্দুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমরেড আমিনুল ইসলাম, রঞ্জন কুমার দে, ছাত্র নেতা সাকিব খান প্রমূখ।
সমাবেশে বক্তরা বলেন ভারতের সাথে বাংলাদেশ সরকারের সম্পাদিত ৭ টি চুক্তিই ভারতের শাসকগোষ্ঠীর স্বার্থেই সম্পাদিত হয়েছে। আমাদের দেশের স্বার্থকে নানাভাবে বিপন্ন করবে। এরই প্রতিবাদে দেশের শুভবুদ্ধিসম্পন্ন সকল মানুষের মতো বুয়েটের ছাত্র আবরার ফাহাদ যখন প্রতিবাদ মুখর হয়ে উঠেছিল ছাত্র লীগের সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এর মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী চরিত্রের আসল রূপ ফুটে উঠেছে। ছাত্রদের প্রতিবাদের ভাষা বন্ধ করতে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে।