সুশান্তের মৃত্যুর পর সাবেক প্রেমিকা অঙ্কিতার ভিডিও ভাইরাল
শেরপুর ডেস্ক: সরফরাজ’খ্যাত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। গতকাল মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধারের পর, আত্মহত্যা নাকি খুন এ নিয়ে রয়েছে ধোঁয়াশা। প্রিয় নায়কের এমন মৃত্যু মানতে পারছে না ভক্ত-অনুরাগীরা।
এরইমধ্যে ভাইরাল হয়েছে, সুশান্তের পুরনো একটি ভিডিও। যেখানে দেখা গেছে সুশান্ত তার প্রথম প্রেমিকা অঙ্কিতা লোখনন্ডকে প্রস্তাব দিচ্ছেন। ভারতের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ২০০৯ সালে একতা কাপুরের ধারাবাহিক ‘পবিত্র রিসতা’ দিয়ে টেলিভিশনে পা রাখেন সুশান্ত সিং রাজপুত।
ওই সময় ব্যাপক সাফল্যের পর বলিউডে পা রাখেন এই অভিনেতা। সিরিয়াল চলাকালীন ছোট পর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখনন্ডের সঙ্গে সম্পর্কে জড়ান সুশান্ত। তাদের প্রেমকাহিনী ছিলো টলি টাউনের অন্যতম চর্চিত বিষয়। সেসময়ই অঙ্কিতার সঙ্গে একটি রিয়েলিটি শোতে হাজির হন সুশান্ত। ওই শোতেই অঙ্কিতাকে ভালোবাসার প্রস্তাব দেন তিনি। যাতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অঙ্কিতাও। সুশান্তের মৃত্যুর পর ভালোবাসার প্রস্তাবের সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।