করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে ভারতে
শেরপুর ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে সংক্রমণের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ ৩৩ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৯ হাজার ৫২০ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২৫ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫০২ জন। সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত ছয় দিনে রাজধানী দিল্লিতে শনাক্ত হয়েছেন ১০ হাজারেরও বেশি রোগী। সেই হিসাবে সেখানে প্রতিদিন গড়ে এক হাজার ৬০০ জন শনাক্ত হয়েছেন। দিল্লিতে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে এক লাখ ১৫ হাজার ৫১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৫৭ লাখ ৭৪ হাজার ১৩৩টি নমুনা।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ৯০ হাজার ১৫১ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩৩ হাজার ৩৯৪ জন