দেশের খবর

ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ স্বয়ংক্রিয়ভাবে : ভূমিমন্ত্রী

Spread the love

শেরপুর ডেস্ক: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি অধিগ্রহণের পর জমির মালিকদের একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ক্ষতিপূরণ প্রদানের জন্যে একটি সফটওয়্যার এপ্লিকেশন ইতোমধ্যে ঢাকা ডিসি অফিসে পরীামূলকভাবে চালু হয়েছে। আমি কতগুলো গুরুত্বপূর্ণ ব্যবস্থা সংযোজন করতে বলেছি। পর্যায়ক্রমে সমগ্র দেশে তিপূরণ প্রদানের এ স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা হবে।
মঙ্গলবার রাজধানীর কাঁটাবনে ভূমি প্রশাসন প্রশিণ কেন্দ্রে (এলএটিসি) ৭ম উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সে অংশগ্রহণকারী ২৫ জন অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারী এ সময় উপস্থিত ছিলেন।
ভূমি প্রশাসন প্রশিণ কেন্দ্রের পরিচালক মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল হক, যুগ্ম সচিব মো. আব্বাছ উদ্দিন ও প্রদীপ কুমার দাস, এলএটিসির উপ-পরিচালক এবিএম সিরাজুল হক প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close