শেরপুরে সড়ক দুর্ঘটনায় ২ চালক সহ নিহত ৪
ষ্টাফ রিপোর্টার: ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়া জেলার শেরপুর কলেজরোড এলাকায় বৃহস্পতিবার ভোরে সড়ক দুর্ঘটনায় মোট ৪ জন নিহত হয়েছে। দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুই চালক সহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে তিন জন। দুর্ঘটনাস্থল দেখতে এসে কোচের চাপায় আরেক নারীর মৃত্যু হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিস এর ষ্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন জানান, ভোর সাড়ে চারটার দিকে মহাসড়কের কলেজ রোড এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী একটি কলা বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রে ট ২২-৯৬৪৫) এর সাথে বগুড়া গামী একটি রড বোঝাই ট্রাক (ঢাকা মেট্রে ট ২২-৮২৬৫) এর মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কলা বোঝাই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহত ৪ জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে সেখানে আরেক ট্রাকের অজ্ঞাত চালকের মৃত্যু হয়।
এদিকে সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাস্থল দেখতে আসা এক নারীকে দ্রæতগামী একটি কোচ চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহত নারী শহরের উলিপুর পাড়ার আব্দুল হামিদের স্ত্রী আমেনা খাতুন (৫৫) বলে জানা গেছে।