আন্দোলন স্থগিতের ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শেরপুর ডেস্ক: প্রশাসনের তৎপরতায় ‘সদিচ্ছা’ দেখে মাঠ পর্যায়ের আন্দোলনের ইতি টেনেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। তবে আবরার ফাহাদকে খুনে জড়িতদের বুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কার না করা পর্যন্ত তারা ক্লাস-পরীায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বিকালে বুয়েট শহীদ মিনারে এক সংবাদ সম্মেলন থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন প্রতিনিধি এই ঘোষণা দেন।
তিনি জানান, বুধবার বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এক ‘গণশপথে’ ক্যাম্পাসে সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হবেন তারা। আর এর মধ্য দিয়েই তাদের মাঠের আন্দোলনের ‘আপাতত’ ইতি টানা হবে।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা বলেন, আবরার হত্যাকান্ডে প্রশাসন যে ব্যবস্থা নিচ্ছে তাতে তারা সন্তুষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে তারা কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না। খুনিদের সঙ্গে তারা একই ক্যাম্পাস শেয়ার করতে চান না।
আন্দোলনকারী শিক্ষার্থীরা ঘোষণা দেন, আপাতত আন্দোলন থেকে সরে দাঁড়ালেও আবরার হত্যার বিচার প্রক্রিয়া কোনো ধরনের বাধাগ্রস্ত হলে প্রয়োজনে তারা আবার মাঠে ফিরবেন।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের একজন বলেন, ‘খুব স্পষ্টভাবে আমরা বলতে চাই, মাঠ পর্যায়ে যে আন্দোলন, তার আপাতত ইতি টানলেও আমরা অবশ্যই সার্বণিকভাবে পর্যবেণ করতে থাকব, আমাদের দাবিদাওয়া গুলোর যথাযথ বাস্তবায়ন প্রশাসন নিশ্চিত করছে কি না।’