শেরপুরে ইসলামী মহা সম্মেলন ইসলাম নিয়ে কোন ছিনিমিনি খেলতে দেয়া হবে না -জুনায়েদ আল হাবিব
ষ্টাফ রির্পোটার: গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ধর্মভীরু। এদেশের ৯০’ভাগ মানুষ মুসলমান। সেই দেশে ইসলামী সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকতে পারে না। এ ধরণের কর্মকাÐ বন্ধ করুন। ইসলাম নিয়ে কোন ছিনিমিনি খেলতে দেয়া হবে না। নাস্তিক-মুরতাদদের যে কোন ষড়যন্ত্রের মোকাবেলায় এই দেশের মুসলমানরা প্রস্তুত রয়েছে। প্রয়োজনে তাঁরা জীবন দেবে, তবুও তাদের সঙ্গে কোন আপোষ করবে না। গত সোমবার (১৪ অক্টোবর) রাতে বগুড়ার শেরপুরে স্থানীয় ওলামায়ে কেরামদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা জুনায়েদ আল হাবিব এসব কথা বলেন।
মাওলানা এজাজ আহমদের সভাপতিত্বে শেরপুর ডিজে হাইস্কুল খেলার মাঠে আয়োজিত সম্মেলনে
প্রধান আলোচক ছিলেন রাবেতা ওয়াজীন বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুল বাছেদ। এছাড়া স্থানীয় আয়োজক কমিটির নেতা মাওলনা মাহমুদুল হাসান লিটন, হাফেজ আব্দুর রহমান, মাওলানা রুহুল আমিন, আবু রায়হান, জামিল উদ্দীন, রাশেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।