স্থানীয় খবর
শেরপুরে নাতিকে স্কুলে দিয়ে লাশ হয়ে ফিরলেন দাদী
স্টাফ রিপোর্টার : শেরপুরে নাতিকে স্কুলে পাঠানোর সময় লাশ হয়ে ফিরলেন দাদী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় বগুড়ার শেরপুর উপজেলার হাজিপুর এলাকায় বাসের চাপায় নিহত হয়েছেন দাদী আমেনা বিবি (৫৫)। তিনি শেরপুর পৌরশহরের উলিপুর এলাকার আব্দুল হামিদের স্ত্রী।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাতিকে স্কুলে পাঠানোর জন্য মহাসড়কের হাজিপুর এলাকায় আসেন আমেনা বিবি। পরে নাতিকে স্কুলবাসে উঠিয়ে দেওয়ার পর বাসায় ফিরতে তিনি মহাসড়ক পার হতে গেলে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।