শেরপুরে বিশ্ব খাদ্য দিবস উপলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলায় বিশ্ব খাদ্য দিবস উপল্েয র্যালি ও আলোচনা সভা করা হয়েছে। দিবসটি উপলে বুধবার (১৬অক্টোবর) বেলা ১১ টায় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মজিবর রহমান মজনুর নেতৃত্বে বের হওয়া ওই র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে বিআরডিবি’র সভাকে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী,সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, আ.লীগ নেতা আলহাজ্ব মকবুল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: সারমিন আক্তার প্রমুখ। উপ সহকারী কৃষি কর্মকর্তা রুবেল আমীনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম,মাধ্যমিক শিা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মিনা পারভীন, ভেটেরিনারি সার্জন ডা. মো. রায়হান পিএএ প্রমুখ ।