জাপায় ভাঙনের আওয়াজ
শেরপুর ডেস্ক: বেশ কিছুদিনের শীতল লড়াইয়ের পর দুটি গুরুত্বপূর্ণ পদের দাবি নিয়ে এবার প্রকাশ্যে মুখোমুখি অবস্থান নিলেন জাতীয় পার্টির দুই শীর্ষ নেতা জিএম কাদের ও রওশন এরশাদ। বৃহস্পতিবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন থেকে দুজনকেই জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা দাবি করা হয়। জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের পর দলের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া জিএম কাদের গঠনতন্ত্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন। আর রওশন তার সংবাদ সম্মেলনে জাপা আবার ভাঙনের শিকার হচ্ছে কিনা এমন আশঙ্কা প্রকাশ করেন। দুই নেতার এমন অবস্থানে আগেও কয়েক টুকরো হওয়া জাপায় ফের আরেকটি ভাঙন আসন্ন কিনা এমন আশঙ্কা দেখা দিয়েছে দলটির নেতাকর্মীদের মধ্যে।
প্রয়াত এরশাদের স্ত্রী ও ছোট ভাইয়ের এ দ্ব›দ্ব পার্টি ফোরামে আলোচনার মাধ্যমে সুরাহা না হলে সরকারের হস্তপে আসতে পারে বলে আশঙ্কা করছেন দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা।
বৃহস্পতিবার প্রথমে সংবাদ সম্মেলনে আসেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। এতে তাকে দলের চেয়ারম্যান ঘোষণা দেন তার অনুসারীরা। এর দুই ঘণ্টা পর পাল্টা সংবাদ সম্মেলনে নিজের চেয়ারম্যান পদের পে যুক্তি তুলে ধরেন জিএম কাদের। দুজনেই গঠনতন্ত্রের বিভিন্ন ধারা উল্লেখ করে নিজেদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন। দুই সংবাদ সম্মেলনেই দলের বেশকিছু শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। তবে কোনোটিতেই ছিলেন না মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তবে দুই পরে আলোচনাতেই মহাসচিব হিসেবে এক প্রকার চূড়ান্ত হয়ে আছে তার নাম। রাঙ্গার অবস্থানের বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।