দেশের খবর
৭ নভেম্বর সংসদ অধিবেশন বসছে
শেরপুর ডেস্ক: একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বসছে আগামী ৭ নভেম্বর। বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের উপ-পরিচালক (গণসংযোগ-১) মো. নূরুল হুদা জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত মতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
তিনি বলেন, ৭ নভেম্বর বিকাল ৪ টা ১৫ মিনিটে একাদশ জাতীয় সংসদের পঞ্চম (২০১৯ সালের পঞ্চম) অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি।
এর আগে গত ৮ সেপ্টেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়ে চলে চার কার্যদিবস।
সংপ্তি ওই অধিবেশনে একটি বিল পাস হওয়া ছাড়াও ৭১ বিধিতে পাওয়া ১৫৮টি নোটিসের মধ্যে তিনটি গ্রহণ করে আলোচনা করা হয়। আর ৭১(ক) বিধিতে ৩০টি নোটিস আলোচিত হয়।