শেরপুরে ইয়াবা সহ আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের গাড়িদহ এলাকায় গত বুধবার সন্ধ্যায় ইয়াবা বিক্রি করার সময় হাফ ডজন মামলার আসামী স্বেচ্ছাসেবক নেতা আসাদুজ্জামান বেলাল (৩২)কে আটক করেছে।
জানা যায়, বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত মনিরুজ্জামনের ছেলে আড়িয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান বেলাল গত বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার গাড়িদহ এলাকার বাবলু ফিলিং ষ্টেশনের সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল। এ সময় শেরপুর থানার এস আই রুম্মান গোপন সংবাদ পেয়ে সঙ্গী ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে এবং তার শরীর তল্লাশী করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ থানায় নিয়ে আসেন।
এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, বেলালের সঙ্গে থাকা জাবেরের কাছে কিছু পাওয়া না যাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেফতারকৃত আসাদুজ্জমান বেলালের নামে মামলা দায়ের করা হয়েছে এবং তার নামে শাজাহানপুর থানায় অস্ত্র, মাদক ছাড়াও বিভিন্ন অভিযোগে ৫টি মামলা রয়েছে।