শেরপুরে শিক্ষকেরা আন্দোলনে ছাত্রছাত্রীরা খেলাধুলায় ব্যস্ত
ষ্টাফ রির্পোটার: প্রধান শিক্ষকদের ১০তম ও সহকারি শিকদের ১১তম গ্রেড নির্ধারণের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে বগুড়ার শেরপুরের ১৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ বিদ্যালয়ে চলছে কর্মবিরতি ফলে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা গেলেও শিকেরা কাশ নিচ্ছেন না, ফলে পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলা ও অলস সময় কাটাচ্ছেন শিার্থীরা।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে শেরপুর পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে শিক্ষকেরা অফিস রুমে বসে গল্প করছেন। আর ছাত্রছাত্রীরা বাইরে ঘোরাফেরা ও খেলাধুলা করছেন।
এ ব্যাপারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন জানান, আন্দোলনের কর্মসুচী অনুযায়ী ১৪ অক্টোবর থেকে কর্মবিরতি শুরু হয়েছে বৃহস্পতিবার শেরপুরের সব সরকারি বিদ্যালয়েই পুর্নদিবস কর্মবিরতি পালন করা হয়েছে।
তবে সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর উপজেলা শাখার সভাপতি মো. বেলাল হোসেন বলেছেন ভিন্নকথা। তার দাবী শেরপুরের জাতীয়করণকৃত ৫৮টি বিদ্যালয়ে এই কর্মসুচী পালন করা হয়নি। এ ব্যাপারে উপজেলা শিা অফিসার মোছা. মিনা পারভীন এর সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।