দেশের খবর

মুসা বিন শমসেরের বিরুদ্ধে দুদকের মামলা

Spread the love

শেরপুর ডেস্ক: জালিয়াতি করে গাড়ি নিবন্ধন নেয়ার অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর পরিচালক মীর মো. জয়নুল আবেদীন বাদী হয়ে মামলাটি করেন বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য নিশ্চিত করে বলেন, ‘মামলায় মুসা বিন শমসেরের সাথে আরও চারজনকে আসামি করা হয়েছে।’
প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, মুসা বিন শমসের ছাড়া বাকি আসামিরা হলোন- বিআরটিএ ভোলা জেলা সার্কেলের সহকারী পরিচালক মো. আইয়ুব আনছারী (বর্তমানে ঝালকাঠিতে কর্মরত), গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান অটো ডিফাইন ও ফিয়াজ এন্টারপ্রাইজের মালিক মো. ওয়াহিদুর রহমান, মুসা বিন শমসেরের শ্যালক মো. ফারুক-উজ-জামান এবং কার্টেন সুবিধায় গাড়ি আনা ব্রিটিশ পাসপোর্টধারী ফরিদ নাবির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close