ধুনটে গ্যাস ট্যাবলেট খেয়ে নবম শ্রেনীর ছাত্রের মৃত্যু
এম.এ রাশেদ ঃ বগুড়ার ধুনটে মোবারক হোসেন বাবু (১৫) নামের এক শিার্থী গ্যাস ট্যবলেট খেয়ে আত্মহত্যা করেছে। নিহত শিার্থী উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের দুলাল শেখের ছেলে ও কাজীপুর উপজেলার বরশিভাংগা টেকনিক্যাল স্কুলের ৯ম শ্রেনীর শিার্থী। বুধবার রাতে উপজেলার মাধবডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ৫ ভাই বোনের মধ্যে সবার ছোট বাবু। বড় ৪ বোনের বিবাহ হয়েছে। কর্মের তাগিদে বাবুর এক বোন ঢাকায় পোশাক কাখানায় কাজ করে। তাদের একটি কণ্যা সন্তান ও রয়েছে। সেই কণ্যা সন্তান বাবুদের বাড়ীতে থাকে। গত ১৩ অক্টোবর তার বোন অন্য এক জনের সাথে ঢাকাতেই পালিয়ে যায়। তাকে খোজ করার জন্য বাবুর বাবা ঢাকাতে যান। এ সময় বাবু তার বাবাকে ঢাকা যেতে নিষেধ করে। বন্ধুদের কাছে মুখ দেখাবে কেমনে এ অভিমানে বাবু বুধবার সন্ধ্যায় সবার অজান্তে গ্যাস ট্যবলেট সেবন করে। স্থানীয়রা টের পেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বগুড়া যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জানান, কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।