রাজনীতি

খালেদা জিয়াকে ছাড়া জাতীয়তাবাদী শক্তি নিথর হয়ে যাচ্ছে: গয়েশ্বর

Spread the love

শেরপুর ডেস্ক: দুর্নীতির মামলায় দন্ডিত হয়ে কারাবন্দী খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া ‘বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি’ উজ্জীবিত হবে না বলে মনে করেন গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “আসুন আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব- এটা ভাবি। খালেদা জিয়াকে মুক্ত করার কথা কেন ভাবছি? “কারণ, তাকে ছাড়া জাতীয়বাদী শক্তি নিথর হয়ে যাচ্ছে। চেতনার যে ছেদগুলো সেখানে নতুন রক্ত সঞ্চালিত হচ্ছে না, নতুন রক্ত সৃষ্টি হচ্ছে না।“
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের উৎসাহ-উদ্দীপনা। তিনি জেলে আছেন, আমাদের সেই উৎসাহ-উদ্দীপনা ভোঁতা হয়ে গেছে। সেখানে জাতীয়তাবাদী চেতনার বিস্ফোরণ ঘটে না কেন? তার মানে আমরা ও আমাদের চেতনার মধ্যে ফারাক আছে অথবা আমাদের প্রতিশ্রæতির অভাব আছে।
জাতীয় প্রেস কাবের মওলানা আকরাম খাঁ হলে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলে এই আলোচনা সভার আয়োজন করে আফসার আহমদ স্মৃতি ফাউন্ডেশন।
সংগঠনের সভানেত্রী ও প্রয়াত নেতার সহধর্মিনী জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও প্রয়াত নেতার ছেলে জামিল আহমদ সিদ্দিকী বক্তব্য দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close