জামায়াতকে তালাক দিয়ে রাস্তায় নামুন-ডা. জাফরুল্লাহ চৌধুরী
শেরপুর ডেস্ক: ২০ দলীয় জোট থেকে জামায়াতকে তালাক (বাদ) দিয়ে বিএনপিকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘সব বিভেদ একটু ভুলে গিয়ে জামায়াতকে তালাক দিয়ে রাস্তায় নামুন। বাংলাদেশ আপনাদের সঙ্গে আছে। বাংলাদেশে গণতন্ত্রের মুক্তি আসবে এবং খালেদা জিয়া মুক্ত হবেন।’
শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস কাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মানববন্ধনে বিএনপি নেতা আমীর খসরুর উদ্দেশ্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচনের নামে ভোট ডাকাতি হয়েছে। আজ জনগণের প্রশ্ন, সামনে ভোট দিতে পারব কি-না? ভোট দেয়ার সংগ্রামটাই জনগণের কাছে আসল। এজন্য আন্দোলন করতে হবে। জামায়াত জোটে থাকলে আন্দোলন হবে না। এই যে আমীর খসরু, এটা আপনাদেরই দায়িত্ব।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ফজলে সাইফুদ্দিন, বিএনপির সহ-তথ্যবিষয়ক সম্পাদক সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী প্রমুখ।