দেশের খবর
নুসরাতকে উৎসর্গ করে আসাদুজ্জামান নূরের কবিতা
শেরপুর ডেস্ক: অভিনেতা কিংবা আবৃত্তিকার হিসেবেই আসাদুজ্জামান নূরের পরিচয় উজ্জ্বল হলেও বর্তমানে তিনি ব্যস্ত আছেন রাজনীতিতে। শত ব্যস্ততার মাঝেও সংস্কৃতি চর্চায় নিয়মিত আছেন ‘বাকের ভাই’খ্যাত এই অভিনেতা। তারই ধারাবাহিকতায় এবার তিনি কণ্ঠ দিলেন কবিতার অ্যালবামে। নাম ‘যদি এই বাংলায় আসো’। এতে তার সঙ্গে আবৃত্তি করেছেন কলকাতার জনপ্রিয় আবৃত্তিশিল্পী ডালিয়া বসু সাহা। আর অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে। কবি রাম চন্দ্র দাসের ১০টি কবিতা দিয়ে এটি সাজানো হয়েছে।
অ্যালবামে থাকা কবিতাগুলোর শিরোনাম হলো- ‘আমি এই যুগের মেয়ে যদি’, ‘যদি এই বাংলায় আসো’, ‘অপর বেলায়’, ‘দাবায়ে রাখতে পারবে না’, ‘ইয়ে’, ‘শ্যামল সন্ধ্যার কাব্য’, ‘রবি-নজরুলের বঙ্গদর্শন’, ‘শুধু শান্তি চাই’, ‘গ্রেডার্থী’ ও ‘টাক’। অ্যালবামটি প্রকাশ করছে জি সিরিজ।