স্থানীয় খবর

শেরপুরে সংবাদ সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মায়ের অভিযোগ

Spread the love

ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আফতাব হোসেন তালুকদার ও তার ভাইয়ের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন তাদের মা আলিমন বেওয়া। শুক্রবার বেলা ১১ টায় শেরপুর উপজেলার খানপুর মধ্যপাড়া গ্রামে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি নানা অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে পাকহানাদার বাহিনী আমার স্বামী আকমত আলী তালুকদারকে হত্যার পর আমার দুই ছেলে আফতাব হোসেন তালুকদার ও আব্দুর রহমান তালুকদার আমার প্রাপ্য ২০ বিঘা জমি লিখে নেয়ার জন্য নানা ষড়যন্ত্র করে। কিন্তু তাদের ষড়যন্ত্রে বাধ্য হয়ে নিজের জীবন বাচাঁতে প্রায় ১৫ বছর পুর্বে শেরপুর উপজেলার খানপুর গ্রামে আমার কন্যা মরিয়ম খাতুনের স্বামী বুলবুল ইসলামের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করে আসছি। ২০১৭ সালে আমি স্বেচ্ছায় আমার মেয়েকে ১.৯৮ একর সম্পত্তি দানপত্র করে দেই। এটি জানার পর তারা আমাকে ও আমার মেয়ে ও জামাইয়ের তি করার জন্য চেষ্টা করছে। এমনকি গত ৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখে আমাদের অপহরণের চেষ্টা করে কিন্তু এলাকাবাসীর বাধাতে তারা ফিরে যেতে বাধ্য হয়। সংবাদ সম্মেলনে তার জীবনের নিরাপত্তার ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তপে কামনা ও কন্যাকে দান করা সম্পত্তি পাওয়ার ব্যাপারে সহযোগিতা কামনা করেছেন বৃদ্ধ আলিমন বেওয়া। এ ব্যাপারে সীমাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফতাব হোসেন তালুকদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি আমাদের পারিবারিক বিষয়। এ নিয়ে আপনাদের সাথে পরে কথা বলবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close