রাজনীতি
শক্তি থাকার পরও বিএনপি মাঠে নামে না: মান্না
শেরপুর ডেস্ক: আন্দোলনের শক্তি থাকার পরও বিএনপি মাঠে নামছে না বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শনিবার সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে নারী ও শিশু অধিকার ফোরামের সেমিনারে তিনি এ কথা বলেন। মান্না বলেন, ‘শক্তি থাকার পরও বিএনপি দেশের অবস্থা পরিবর্তন করতে মাঠে নামে না। আন্দোলন ছাড়া বেগম জিয়ার মুক্তি এবং গণতন্ত্র মুক্তি পাবে না।’
একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বিএনপি নেতাকর্মীদের সমালোচনা করে বলেন, ‘খালেদ জিয়াকে জেলে রেখে বিএনপি নেতাকর্মীরা রাতে ঘুমায় কী করে!’ একাদশ সংসদ নির্বাচনের পর বিএনপি সম্পূর্ণ থেমে গেছে বলেও দাবি করেন তিনি।
আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘নতজানু হওয়ার কারণেই সরকার ইন্ডিয়াকে শুধু দিয়েই যাচ্ছে।