জেলার খবর
ধুনটে সেপটিক ট্যাংকিতে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
এমএ রাশেদঃ বগুড়ার ধুনট উপজেলার নাংলু গ্রামে রবিবার সকালে সেপটিক ট্যাংকিতে পড়ে দম বন্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।এলাকাবাসী জানান, রবিবার সকাল ৭টার দিকে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের নাংলু উত্তরপাড়ায় বেল্লাল হোসেনের বাড়িতে দুই নির্মাণ শ্রমিক নির্মানাধীন সেপটিক ট্যাংকির সাটারিং খুলতে নেয়। এসময় একে একে দুই জনই ভিতরে বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যুবরণ করে।
নিহতরা হলো- বগুড়া জেলার গাবতলী উপজেলার তোল্লাতলা গ্রামের মৃত মাজেম আলীর ছেলে মিনহাজুল ইসলাম (৩৬) ও একই গ্রামের সৈয়দ আলীর ছেলে মহিদুল ইসলাম (৩৪)। ধুনট থানার অফিসার ইনচার্জ জানান, বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের লাশ স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।